:গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৪ নং ওয়ার্ডস্থ শরীফপুর খানবাড়ী এলাকায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে দু-পক্ষের মাঝে মারামারি ধাওয়া পাল্টা ধাওয়া,চাপাটির কোপ।
ভুক্তভুগী মৃদুল খান (২৮) পিতা মৃত,ইউসুফ আলী খান এর পুত্র।
গুরুতর আহত মৃদুল খান জানান, দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত ইন্টারনেট সার্ভিস ব্যবসা পরিচালনা করে আসছি।
গতকাল শনিবার ৩ আগস্ট২০২৪ ইং বিকাল আনুমানিক ৩.৪০ মিনিটের দিকে পৈত্রিক নিজ বাড়িতে ইন্টারনেট সংযোগ দিতে গেলে একই এলাকার ইমরান খান (২৮) ইমন খান (২২) উভয় পিতা: ইসাহাক খান ও ইসাহাক খান (৪৬) সহ কয়েক জন অপরিচিত সন্ত্রাস প্রকৃতির লোক আমার উপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় ইমরান খান তার কোমরে থাকা চাপাতি দিয়ে আমার বাম হাতের কব্জিতে ও কুনইয়ের উপরে হত্যার উদ্দেশ্য কোপ মারে। কোপ খেয়ে রক্তাক্তবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে রক্তাক্তবস্থায় মৃদুল খানকে দেখতে পেয়ে স্থানীয়রা ধরাধরি করে দ্রুত শহীদ তাজ উদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা যায়, মৃদুলের হাতে মোট সাতটি সেলাই লেগেছে।
ঘটনার খবর পেয়ে জিএমপি'র গাছা থানা পুলিশের উপ পরিদর্শক শিপলু ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পান। ভুক্তভোগী আরও জানান,পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা প্রায়শই ঘটিয়ে থাকেন। হামলাকারীদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। ঘটনার প্রত্যক্ষদর্শী,জাহাঙ্গীর (৪১) পিতা,মৃত ইউনুস,মৃদুল খান এর কর্মচারী,আলাল ও সাগর জানায়, আমরা মালিকের বাড়িতে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় হটাৎ হামলাকারীরা মৃদুল ভাইয়ের উপর হামলা চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান,এলাকায় মাদক কারবারির অবাধ বিচরণকারীদের সেল্টার দাতারা এখন প্রায় প্রায় এধরণের ঘটনায় ঘটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়।